শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় নানা কর্মসুচী পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসুচী পালন করেন। আজ বৃহস্পতিবার সকালে শহীদ মাজার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও সন্ধায় বধ্যভুমিতে মোমবাতি প্রজ¦লন করা হয়।
সকাল ১০টার দিকে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, আব্দুর রকীব, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,ওসি তদন্ত একরামুল হোসাইন ইন্সপেক্টর জামাল হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ৭১ এর অগ্নিসেনা মইনুদ্দিন পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান সুলতান জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক ডক্টর মাহাবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক।
সন্ধায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা চেয়ারম্যান,নির্বাহী অফিসার,সহকারি কমিশনার ভূমি,কৃষি অফিসার,প্রানী সম্পদ কর্মকর্তা,ওসি তদন্ত,ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা,সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,সিরাজুল ইসলাম,সাইফুল ইসলাম পিন্টু,আশরাফুল ইসলাম,সৈকত খান,মহিলা আওয়ামীলীগের সভাপতি সাহিদা রহমান,আব্দুল মালেক,মাসুদ রানা তুহিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক বৃন্দ, এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।