আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে ১ম শ্রেণীর ছাত্রী মরিয়ম হত্যা মামলায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে গ্রামজুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারহুদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলমডাঙ্গার মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের পুকুর থেকে ১ম শ্রেণীর ছাত্রী মরিয়মের ডুবন্ত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উত্তোলনের পর শিশুর দু’কানের দুল না থাকায় পরিবার হত্যার অভিযোগ তোলেন। এ ঘটনায় ৪ জনকে বাদিকে করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর পিতা খাইরুল ইসলাম।
গত ১১ তারিখে আলমডাঙ্গা থানা পুলিশ হত্যা মামলার প্রধান আসামি রানাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এরই পরিপ্রেক্ষিতে পরিবার, এলাকাবাসী ও স্কুলের সহপাঠি শিক্ষার্থীরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেয় মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, আনারুল হোসেন, আলমঙ্গীর হোসেন, রিক্তা খাতুন, মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবেদুর রহমান, সহ-সভাপতি ইসলাম, মোশারেক, রহিদুল, আলাউদ্দিন, বাবলু, লাবলু, মোজাম্মেল হক, ইছা হক, সামসুল ইসলামসহ মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে।