হার্টের অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধা মহিলা আত্নহত্যা করেছে । আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টায় হারদি হাসপাতালের বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। বৃদ্ধা মহিলা হারদি কুয়াতলা গ্রামের রসুলের স্ত্রী মালেকা খাতুন (৬৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাযায়, আলমডাঙ্গার হারদি ইউনিয়নের কুয়াতলা গ্রামের দিনমজুর রসুলের স্ত্রী দীর্ঘদিন হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলো। গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করে বৃদ্ধা মালেকা খাতুনকে।
হারদি হাসপাতালে গত তিন দিন চিকিৎসা নিয়ে সে সুস্থতা বোধ করছিলো বলে জানান কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার রাত ১০ টার দিকে মহিলা ওয়ার্ডের বাথরুমে গলায় ওড়না জড়িয়ে আত্নহত্যা করে।
রাতে মহিলা ওয়ার্ডের চিকিৎসারত এক রোগী বাথরুমে গেলে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে কর্তব্যরত ডাক্তার ও রোগীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাসুক রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে বৃদ্ধা মহিলাকে তার স্বামী ভর্তি করে। তার শারীরিক অবস্থা উন্নতি হলেও শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার শনিবার সকাল ১১ টায় হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। আত্নহত্যা ঘটনায় বাদি না হওয়ায় বৃদ্ধা মহিলার পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।