আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিত করেছে একই প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মনিরুজ্জামান। দাপ্তরিক ভুল কম্পোজ সংশোধন করতে বলায়, তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তার উপর আক্রমণ করেন।
এঘটনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে তাকে হারদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জেলা সমাজ সেবা কর্মকর্তা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার অফিস পরিদর্শন করেন। এঘটনায় দফায়-দফায় মিমাংসের চেস্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত মনিরুজ্জামান।
ঘটনাটি গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলা সমাজ সেবা অফিস কক্ষে ঘটেছে। ভুক্তভোগী উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিতের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করবে জেলা কর্মকর্তা। তবে, আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।
সমাজ সেবা অফিস সূত্রে জানাযায়, রবিবার দুপুরে জেলা সমাজ সেবা অধিদফতর (ডিজি) বরাবর চিঠি তৈরি করতে নির্দেশ দেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলায় অফিসের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদি হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, ডিজি বরাবর চিঠিতে একাধিক ভুল করলে সংশোধন করতে বলা হয়। সে আমার উপর ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারতে থাকে। তিনি আরো বলেন, আমার উপর সে আক্রমণ করলেও কেউ ঠেকাতে আসেনি।
অভিযুক্ত মনিরুজ্জামান মোবাইল ফোনে জানান, এমন কোন ঘটনা ঘটেনি। যা হয়েছে ভুল বোঝাবুঝি। আপস-মিমাংস হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, উপজেলা সমাজ সেবা অফিসারকে লাঞ্চিতের বিষয়টি শুনেছি। তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। উচ্চমান সহকারীর বিরুদ্ধে ওই দপ্তর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।