আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রাম থেকে আঠাশ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় তাকে আটক করা হয়। হাফিজুর রহমান উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের হাফিজুর রহমান। দীর্ঘদিন নিজ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় খুচরা ইয়াবা বিক্রি করে। প্রত্যান্ত অঞ্চল হওয়ায় সে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকে।
গতকাল মঙ্গলবার বিকেলে হাফিজুর নিজ বাড়ি থেকে পাশের গ্রাম শালিকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে যায়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম। এসময় শালিকা গ্রাম হাফিজুরকে আটক করে পুলিশ। তার শরীর তল্লাশী করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,- মাদক অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত হাফিজুরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে ।