আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২ জন হোটেল ব্যাবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা হাইরোর্ডের বাবু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশ ও ভোক্তা অধিকার আইনে বিশেষ করে দোকানে মালামালের মুল্য তালিকা না থাকায়, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি সীমা শারমিন ভ্রামান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করে।
এর পর আলমডাঙ্গা মজিদ হোটেলে প্রবেশ করে একই আইনে মজিদ হোটেলের মালিক আব্দুল মজিদ কে ৩ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন থানার এস আই জুয়েল ও সঙ্গিয় ফোর্স, পৌর সভার সেনেটারি পরিদর্শক মাহফুজুর রহমান। এ ছাড়াও আলমডাঙ্গা সত্যনারায়ন মন্দিরের পাশে হারান হোটেলে নোংরা পরিবেশ থাকায় মালিক হারান অধিকারিকে ও কুটুম বাড়ী মিষ্টান্ন ভান্ডারের মালিক আনোয়ার হোসেন কে একই অপরাধে প্রথমবার সাবধান করে নোটিশ প্রদান করেন, ভবিষ্যৎতে মুল্য তালিকা সহ হোটেলের পরিবেশ ঠিক না করলে জরিমানা করা হবে বলে নোটিশ প্রদান করা হয়েছে।
আলমডাঙ্গা প্রতিনিধি