আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩’র উদ্বোধন করা হয়েছে।
” সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উন্নয়নে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলা মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উন্নয়ন মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মঞ্চে উন্নয়ন মেলা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন। তিনি বলেন বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সবরকম কাজ করে যাচ্ছেন,প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন কে একটি মিনি সচিবালয়ের মত করে গড়ে তুলেছেন,সেখানে উপজেলার প্রতিটি দপ্তরের অফিস করে দেওয়া হয়ে,গ্রামের সকল মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সকল রকমের সেবা পাচ্ছেন।তিনি আরো বলেন সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রায় ৮/১০ হাজার জনপ্রতিনিধিদের আমন্ত্রন করে গনভবনে মিটিং করে তাদের কে সম্মানিত করোছেন,তাই আমি মনে করি আপনারা যারা স্থানীয় সরকার তাদের গুরুত্ব কোন অংশে কম নয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পরিদর্শক অপারেশন ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন,,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ,সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড,মাহবুবুর রহমান,মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, উপজেলা তথ্য অফিসার সিন্ধা দাস,বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, সমবায় অফিসার, ,যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন,, পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ ফজলুল হক,, ট্রেনিং ইন্সপেক্টর জামাল হোসেন,ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান,আশিকুর রহমান ওল্টু,আবু সাইদ পিন্টু,মুন্সি ইমদাদুল হক,হাসানুজ্জামান,মোজাহিদুর রহমান,মখলেছুর রহমান শিলন,এজাজ ইমতিয়াজ বিপুল,তাফসির আহমেদ লাল,মিনহাজ উদ্দিন বিশ্বাস,আসাদুল হক মিকা,তরিকুল ইসলাম,নজরুল ইসলাম, সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য জাতীয় স্থানীয় দিবস উন্নয়ন মেলায় আলমডাঙ্গার বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩৪ টি স্টল নির্মাণ করা হয়েছে। আলোচনা সভার পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।