আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আশাদুল হক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাড়াদি মাঝের পাড়া নিজ বাড়ি থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি গ্রামের মাঝের পাড়ার মৃত ডা: নবীছদ্দিনের ছেলে আশাদুল হক। দীর্ঘদিন যাবৎ গোপনে তার নিজ এলাকায় গাঁজা বিক্রয় করে আসছে।
বর্তমানে পুলিশ প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হলেও পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে এ নেশাজাতীয় দ্রব্য বিক্রয় করে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুলতান, এসআই গাফ্ফার, এএসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়াদি মাঝের পাড়া থেকে আশাদুলকে আটক করে পুলিশ। তার শরীর তল্লাশী করে কাছে থাকা শপিং ব্যাগ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।