আলমডাঙ্গার বাড়াদি গ্রামে মাদক বিরোধী অভিযানে বজলু (৪৫) নামে একজনকে ৫শ গ্রাম গাঁজা সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গা থানার এসআই খসরু আলমের নেতৃত্বে পুলিশি ফোর্স তাকে আটক করে। আটকৃত বজলুর শরীর তল্লাশী করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের চারাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের জামাতা বজলু রহমান। সে দীর্ঘদিন বাড়াদি গ্রামে বসবাস করে আসছে। এরই সুযোগে বাড়াদি সহ বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা গাঁজা বিক্রয় করে। পুলিশি অভিযান পরিচালনা করলে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে।
বৃহস্পতিবার আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই খসরু আলমের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বাড়াদি বাজার প্রাঙ্গণ থেকে বজলুর রহমানকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা আরো দুজন ক্রেতা পুলিশের উপস্থিততে পালিয়ে যায়। আটকৃত বজলুর শরীর তল্লাশী করে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় বজলুসহ পলাতক দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।