আলমডাঙ্গায় তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মাটি কাটার যন্ত্র (ভেকু) ও মাটি পরিবহনের ট্রাক্টর অপসারণে করেছেন।
আজ বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার খাদিমপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) রেজওয়ানা নাহিদ।
অভিযুক্ত উপজেলার খাদিমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে জুয়েল রানা, মৃত হাবুল সর্দ্দারের ছেলে মানোয়ার হোসেন, মৃত সাদেক আলীর ছেলে আবুল কালাম, মৃত খলিল উদ্দিনের ছেলে টিকু, সানোয়ার মোল্লার ছেলে তুসার আলী।
জানা গেছে, উপজেলার খাদিমপুর এলাকায় ফসলি জমির মাঠে জুয়েল রানাসহ ৫ ব্যক্তি তিন ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ভাটায় বিক্রি করছে। এমন অভিযোগে গত কয়েকদিন পূর্বে গোকুলখালি ভুমি কর্মকর্তা ওই জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। তারা আবারো গোপনে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি শুরু করেন। সেই মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রি করা হয়।
বুধবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৫ জন মাটি ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেন । এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জমির মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান।