আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ৬ দোকান মালিককে জরিমানা করেছেন। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ১৯৫৬ আইনে ওই দোকানগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার পৌর শহরের কাঁচা বাজার এলাকায় কয়েকটি দোকানে অতিরিক্ত পণ্য মজুদ রাখার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ১৯৫৬ আইনে মানিক স্টোরে ৫ হাজার টাকা, আব্দুল্লাহকে ৪ হাজার, অমল অধিকারীকে ৪ হাজার টাকা, মীর শফিকুল ইসলামকে ২ হাজার, জহুরুল ইসলামকে ২ হাজার, সেন্টু মিয়াকে ১ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৮ ধারায় কাশেম আলীকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রটের দ্বায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির।
এ সময় উপস্থিত ছিলেন এসআই সিদ্ধার্থসহ একদল পুলিশ ফোর্স।