আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা অফিসের সহযোগীতায় ১শত ২ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দির ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শত ২ জনকে ১ বান করে ঢেউটিন বিতরন করেন,তাদের প্রত্যেক কে ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।উপজেলা পরিষদ চত্তরে টিন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার কাউকে গৃহহীন রাখতে চান না,তেমনই অসচ্ছল ব্যাক্তি ও ঘুর্নিঝড়ে ক্ষতি গ্রস্থদের পুর্বাসনে আমরা এই টিন ও নগত ৩ হাজর করে টাকা প্রদান করেছি।আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়,জনগনের ভাগ্যের পরিবর্তন হয়।বর্তমানে বৈশ্বিক মহামারি চলছে এর পরও সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন,আপনারা সকলে স্বাস্থ বিধি মেনে চলবেন,বিদেশ থেকে টিকা ক্রয় করে এনে সরকার আপনাদের ফ্রি টাকা প্রদান করছে।সকলে টিকা দেবেন,নিজে বাচুন,দেশকে বাঁচান।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির,থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির,উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,সহসাপতি খন্দকার শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক মতিয়ার রহমান ফারুক,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,যুবলীগ নেতা সাজ্জাদুল হক স্বপন,মিজানুর রহমান মিজান,ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু,তরিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক,সাকিব,অটল, প্রমুখ।