আলমডাঙ্গা থানাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল আলমডাঙ্গা থানাপাড়ার মরহুম আফাজ উদ্দিন মিয়ার বাসভবনে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানাপাড়া যুবসমাজের প্রতিনিধি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। তিনি বলেন পবিত্র রমজান মাস সিয়াম সাধনের মাস,এই মাসে আপনারা যারা থানা পাড়ায় বসবাস করেন সকলে সততার সাথে নিষ্টার সাথে একে অপরের সাথে মিলে মিসে থাকবেন।পাড়ার সকল যুব সমাজকে ভাল কাজে পরিচালনা করবেন, আল্লাহ পাক সততা এবং হালাল রুজিসহ সকলকে সত্যপথ দেখাতে সহায়তা করবে, এই মাসে আল্লাহ তালা কবর বাসিদের আজাব মাফ করে দেন, তাই রহমতের এই মাসে আমরা যারা উপস্থিত আছি তারা কোন ভাবেই কাউকে ঠকাব না, আমাদের দ্বারা কেউ প্রতারিত হবে না।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হারদী কলেজের সহকারি অধ্যাপক ইদ্রিস আলী খান, আশরাফুল ইসলাম, ডা আজিজুল হক সোমা, ডাঃ কাজল,সরকারি স্কুলের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম, বনিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, আসাদুল হক, মীর ঠান্ডু মিয়া, মীর লাল্টু মিয়া, মীর উজ্জল, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন, উজ্জল হোসেন, গনি মাষ্টার, ইউনুছ আলী খান, ফজলুল হক, শহিদুল ইসলাম, রহমান মাষ্টার, সাংবাদিক আতিক বিশ্বাস, ইলিয়াছ খানমতিয়ার রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক ও থানা মসজিদের ইমাম মওঃ মিল্টন। মোট ৪ শত মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সার্বিক সহযোগীতায় ছিলেন, সুলতান আরেফিন, সন্টু মিয়া, ডাঃ আলো, সানজার মল্লিক, এ্যাডঃ তপু, টিলু হাসান, বিপুল মিয়া, লিপু মিয়া, আলো, প্রকৌশলী শিতল, ড্যানি, ডিউক, প্রিন্স, মিঠু, সাজু, হুমায়ন, সাকিল, টুটুল, মিজু, সোহাগ, সানজার, রিমন, লিটু প্রমুখ।