আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে হামদ-নাত, কিরাত ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে অনুষ্টানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হজরত আলী, আলইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক, মাওলানা আব্দুল হান্নান।
এ ছাড়াও অনুষ্টানে বক্তব্য রাখেন বনিক সমিতির সম্পাদক মীর শফিকুল ইসলাম, ওসি অপারেশন স্বপন কুমার দাস, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা আরাফাত উল্লাহ, প্রেসক্লাবের সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, এস আই আসিকুর রহমান প্রমুখ।
প্রতিযোগীতায় অংশ নেয়, আলমডাঙ্গা মাদ্রাসা,পাচকমলাপুর মাদ্রাসা, শ্যামপুর মাদ্রাসা, নওলামারি মাদ্রাসা ও কলাকেন্দ্র।
কেরাত প্রতিযোগীতায় আলমডাঙ্গা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান প্রথম, একই মাদ্রাসার ইয়াসিন খান দ্বিতীয় এবং পাচঁকমলাপুর মাদ্রাসার ছাত্র আব্দুল হাই তৃতীয় স্থান অধিকার করেছে।
রচনা প্রতিযোগীতায় প্রতিযোগীতায় যারা অংশ নিয়েছে তাদের খাতা দেখা হলে নাম জানানো হবে এবং বিজয় দিবসের দিন বিজয়িদের পুরস্কার দেওয়া হবে।
-আলমডাঙ্গা প্রতিনিধি