চুয়াডাঙ্গা জেলায় ৪র্থ বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচাজ বিপ্লব কুমার নাথ। জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার নাথের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।