আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা থাকতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ফেসবুক, ইন্টারনেট ইউটিউবের দিকে আকৃষ্ট হয়ে যেনো লেখাপড়ায় অমনযোগী হয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি যত্নবান হতে হবে। তারা যেনো লেখাপড়ার প্রতি মনযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিকমত স্কুলে আসা বাল্যবিয়ের শিকার না হয় সেদিকটাও অভিভাবকদের সচেতন হতে হবে।এছাড়াও নতুন শিক্ষাক্রম বিশেষ করে ষষ্ট ও শপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের নতুন শিক্ষা কারিকুলামের উপর গুরুত্ব দেন,শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতে পরামর্শ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, অভিভাবক সদস্য সোহেল রানা শাহিন,মহিলা সদস্য নাসরিন সুলতানা।
শিক্ষক প্রতিনিধি আশরাফুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত শামসুজোহা সাবু,হাসিনুর রহমান,আশরাফুল ইসলাম,প্রমুখ।সভায় প্রায় ৭শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।