আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম,এ,জি মোস্তফা ফেরদৌসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন মতিয়ার রহমান ফারুক। কিন্তু এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র হাসান কাদির গনু।
দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দেন মতিয়ার রহমান ফারুক।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু মনোনয়ন পাওয়ার পর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক মেনে নেননি দলীয় সিদ্ধান্ত। ফলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ফারুক। হয়েছেন বিদ্রোহী প্রার্থী।
মনোনয়নপত্র জমা প্রদানের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু জিহাদ লাক্চু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, দেখি বাংলার রূপ ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শাখা, শ্রম বিষয়ক সম্পাদক সাগর আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম শেখ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শুভ, যুবলীগ নেতা বাপ্পি, ছাত্রলীগ নেতা সৈকত, জীবন, অপু, অভি, সুইট, লিমন প্রমুখ।