আলমডাঙ্গা পৌর সভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসুচির শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা পৌর সভার ১নং ওয়ার্ডের স্টেশন পাড়া,কোর্টপাড়া,উপজেলা পরিষদ এলকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন শুরু হয়। সেই সাথে পরিস্কার পরিছন্ন,ও দৈনন্দিন ঔষধ ছিটানো হবে।
এসময় প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে,সেই সাথে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে।তাই পৌর বাসির কাছে আবেদন আপনার বাড়ীর পাশে ঝোপঝাড়,ডাবের খোলার পানি,বা জমে থাকা পানিকে ডেঙ্গু ছড়াতে পারে আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন।পৌর সভার স্বাস্থ ও পরিছন্ন বিভাগের কর্মিরা আপনাদের এলাকায় ২ আগষ্ট থেকে ৯ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন,কাউন্সিলর খন্দকার মজিবুল হক,সদর উদ্দিন ভোলা,আব্দুল গাফ্ফার,বাপ্পি,পৌর সভার বড়বাবু খন্দকার খাইরুল ইসলাম নাছিম,কঞ্জারভেন্স ইন্সপেক্টর খন্দকার আসাদুল ইসলাম,মোস্তাক আহম্মদ, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, মামুন আক্তার,ষ্টোর কিপার হামিদুল ইসলাহম নিলা,নলকুপ মিস্তি ওহিদুল ইসলাম,রোর্ড রোলার চালক জেহের আলী,টিকাদান কারি এনামুল হক,প্রমুখ।