আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে ওসির রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,এলাকার আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও ভুমিকা আছে।
আজকে এই মত বিনিময় সভায় আপনাদের বক্তব্যের মাঝে অনেক কথা উঠে এসেছে। আপনারা মাদক, বাল্যবিয়ে,ইভটিজিং, আত্মহত্যাসহ অনেক বিষয়ে কথা বলেছেন। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। বাল্যবিয়ে আত্মহত্যার বিষয়ে সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করতে কাজ শুরু করবো।
যে কোন তথ্য আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। আলমডাঙ্গা থানাকে অপরাধ মুক্ত রাখতে সকলের সহযোগিতা নিয়ে সর্বাত্মক চেস্টা করবো। আপনারাও আমাকে সহযোগিতা করবেন।
মতবিনিময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি তদন্ত (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,, সাধারণ সম্পাদক খ,হামিদুল ইসলাম আজম,যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ- সভাপতি শেখ শফিউদ্দিন, সহ সভাপতি জামসিদুল হক মুনি,ইউনুছ আলী মন্ডল,শরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন-আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ সম্পাদক রুনু খন্দকার,কে এ মান্নান,অনিক সাইফুল,তানভীর আহম্মেদ সোহেল,আতিক হাসান,কাইরুল মামুন,গোলাম সরোয়ার সদু,সোহেল হুদা মনাহিদ হাসান, নাসির উদ্দিন, ডাবলু, সোহাগ, হাসন মালিক, গিটার প্রমুখ।