আলমডাঙ্গা পৌর শহরের তহবাজার, ফলপট্টি ও মাছ-মাংস বাজারে ফুটপথ দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে সতর্ক করলেন উপজেলা নির্বাহি অফিসার।
গতকাল ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার লিটন আলী ব্যবসা প্রতিষ্ঠানের ফুটপথ পর্যন্ত সম্প্রসারণ করা অংশ আগামি ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে এ নির্দেশ দেন।
একই সাথে ধাড়ি ও খাসি ছাগলের মাংস পৃথকভাবে বিক্রির নির্দেশ দেন। তাছাড়া প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিক, এসআই জিয়া প্রমুখ।
উল্লেখ্য, আলমডাঙ্গা বাজারের তহবাজার, ফলপট্টি, মাছ ও মাংস বাজারের ব্যবসায়িদের অধিকাংশ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফুটপথের উপর পর্যন্ত, কোথাও কোথাও রাস্তার মাঝ পর্যন্ত সম্প্রসারিত করে নিয়েছে।
ফলে চলাচলকারি সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এই অসুবিধা দূর করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
-আলমডাঙ্গা প্রতিনিধি