আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের প্রশাসনিক ভবনের জায়গা দখল ও স্বার্থ হাসিলের অপচেষ্টাসহ নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পরিচালক জাকারিয়া হিরো।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো বলেন, গত ২০১০ সালে ব্রাইট মডেল স্কুল নামে আলমডাঙ্গা এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বিগত ৫/৬ বছর ধরে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফলে চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থানে অবস্থান করে আসছে। শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, যশোর বোর্ডের শীর্ষ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।
তিনি আরও বলেন, গত ২০২২ সালে নভেম্বরে শেষের দিকে পৌর এলাকার ৭২ নম্বর গোবিন্দপুর মৌজার ২৪৮৮ খতিয়ানে আর.এস ৮১০৩, ৮১০৪, ৮১০৬ নং দাগে মোট ১২.২১ শতক জমি ক্রয় করা হয়। ওই জমির মালিক ছিলেন পৌর এলাকার বাবুপাড়ার দিলীপ কুমার বিশ্বাস গং। একই খতিয়ানের ৮১০৬ নং দাগের ৩.৭১ শতক ক্রয় সূত্রে জমির মালিকানা হিসেবে সরকারি ভাবে নামজারির মাধ্যমে খাজনা পরিশোধ করা হয়েছে। আলমডাঙ্গা পৌরসভা থেকে নকশা অনুমোদন করে ওই জমিতে বিদ্যালয়ের তিনতলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জাকারিয়া হিরো বলেন, বিগত দিন ওই জমির মালিক দিলীপ কুমার বিশ^াস গংয়ের অনুমতি বিহীন কতিপয় ব্যাক্তি একটি ব্যামাগার নির্মাণ করেন। সরকারি বিধি মোতাবেক ওই জমি ক্রয় করি। ওই জমিতে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। গত এক মাসের অধিক সময় ধরে কিছু স্বার্থন্বেষী মহল আমার এবং ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সাফল্য ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার ও হিংসাত্মক কাজের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকিও প্রদান করা হচ্ছে। জোরপূর্বক আমার ক্রয়কৃত জমি দখলে তারা শহরের প্রধান সড়কে বিভিন্ন ¯েøাগান ও মশাল মিছিল করেছে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দফায় দফায় আলোচনা সভাও করা হয়েছে। ওই সভায় আমার সকল জমির কাগজপত্র দাখিল করি। উপস্থিত সকলে কাগজপত্র দেখিয়া প্রতিয়মান হয় যে, ক্রয়কৃত জমিটি নিষকণ্ঠক ও নির্ভেজাল যা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর।
তিনি সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করে বলেন, আমার প্রতিষ্ঠান ব্রাইট মডেল স্কুলের প্রশাসনিক ভবনটি কিছু স্বার্থন্বেষী কুচক্রীয় মহল জোরপূর্বক দখলের চেষ্ঠা করছে। কিন্তু হঠাৎ করে ঐ সকল স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের বিপক্ষে দিনের পর দিন আলমডাঙ্গাবাসীকে মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে ভুল বুঝানোর চেষ্টা করছে। যা আমার ও আমার প্রতিষ্ঠানের সকলের জন্য অত্যান্ত বেদনাদায়ক ও মান হানিকর। আমি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার কথা চিন্তা করে উপস্থিত সাংবাদিকদের নিকট লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দের সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি।