মায়ের সেবা কারো কাছে
ধরিত্রীতে ফরজ,
কেউ বা আবার মায়ের যত্ন
মনে করে খরচ।
কারো কাছে স্বর্গের মতো
মায়ের পদধূলি,
মাকে তুচ্ছ করে বেড়ায়
আছে কিছু কুলি।
সৌভাগ্যবান যে সেই ব্যক্তি
মা থাকে যাঁর পাশে,
অভাগারা স্বার্থের জন্য
মা রাখে দূর নিবাসে।
উচ্চ মনের অধিকারী
মায়ের করে লালন,
বিকারগস্ত লোকের কাছে
মা যে ব্যয়ের চালন।
জন্মদাত্রীর সম্মান করো
হোক না যতই কষ্ট,
অসমাদরে মাকে রাখে
আছে কয়েক ভ্রষ্ট।
মায়ের মুখটি দেখলে আসে,
হৃদয় মাঝে তৃপ্তি,
মা যে আমার আঁধার ঘরের
আলোকোজ্জ্বল দীপ্তি।