আষাঢ়ের সারারাত আঁধারের কোলে
আকাশের ভেজা চোখে কার ছবি দোলে?
কার কথা মনে করে কাঁদে অবিরত?
কার ছবি চোখে ধরে বুকে বাড়ে ক্ষত?
আকাশের বুকে আজ বিরহের মালা
কালো চোখে ঝরে তাই বিষাদের জ্বালা।
ঝরে যায় পড়ে যায় সবুজের বুকে
বয়ে যায় নদী হয়ে সোঁদা মাটি শুঁকে।
আষাঢ়ের মেঘরাজি বেগবান ছোটে
তাকে দেখে কদমের ফুলকলি ফোটে।
ফোটে জুঁই দো-পাটির দু’ঠোঁটের হাসি
আর ফোটে সবুজাভ মায়া রাশি রাশি।
আষাঢ়ের সারা মাস কারা যেন এসে
আকাশের বুকে বাস করে ভালোবেসে।
মিঠে জলে ঝরে তাই সেই ভালোবাসা
তৃষিতের বুকে জাগে মন ভেজা আশা।
আকাশের বুকে ভাসে জল ভরা নদী
নিমেষেই ঝরে পড়ে টোকা মারো যদি
ঝরে পড়ে সুর তুলে ঝুরঝুর জলে
ঝরে পড়ে ব্যথাভার মেঘ গলে গলে।