ক্রোম অনেকদিন ধরেই নিজেদের আরও নিখুঁত করার চেষ্টা করছে। কিন্তু আইফোনে ক্রোম আরও বেশকিছু বড় সুবিধা যুক্ত করছে।
এখন থেকে আইফোনের ম্যাপে কোনো লিংক ক্রিয়েট করলে ক্রোম সরাসরি গুগল ম্যাপে পাঠিয়ে দেবে না। এখন আর গুগল অ্যাপ ইচ্ছেমত ডাউনলোড করতে হচ্ছে না। গুগল সামনে আইফোনের ক্রোমে গুগল লেন্সও যুক্ত করতে চলেছে।
শুধু তাই নয়, আইফোনে ক্রোম ব্যবহার করেই অনুবাদ ও অন্যান্য কাজ করা যাবে। ক্যামেরা লেন্স ব্যবহার করে সহজেই ডকুমেন্ট বা অন্যান্য সার্চের কাজ করা যাবে। আইওএসে ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাচ্ছে ক্রোমে।