রাগ করেছে সকল ইঁদুর
ক্ষেপে উঠেছে ভীষণ,
জমির আলে উঠে – দিচ্ছে নেতা
অগ্নিঝরা ভাষণ।
চলো-চলো ঘেরাও কর
মানুষের বসতবাড়ি,
থেমে-থেমে কর্মীরা করে মিছিল
বিড়াল ধরে মারি।
ইঁদুর দেখলে ধাওয়া করে
শুঁটকিচোরা বিড়াল,
ধরে ওদের ভাঙ্গতে হবে হাত পা
তুলে গায়ের ছাল।