সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জানা গেছে, শরীরে হালকা জ্বর আর গলাব্যাথা দেখা দিলে বর্ণালী পাল গত ১৩ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই বর্ণালী পাল বিশ্বনাথে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইউএনওর পরিবারের বাকি লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।
তিনি জানান, এ পর্যন্ত ইউএনও বর্ণালী পালসহ মোট আক্রান্ত হয়েছেন ২২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন, মারা গেছেন ৭ জন এবং বর্তমানে নতুন করে হোম আইসোলেশনে রয়েছেন ৫ জন।
সুস্থতার জন্য ইউএনও বর্ণালী পাল বিশ্বনাথ উপজেলাবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing buttonprint sharing button