ইউটিউব প্রিমিয়ামে নতুন পাঁচ ফিচার

ইউটিউব প্রিমিয়ামে নতুন পাঁচ ফিচার

ইউটিউবে নতুন পাঁচটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে তিনটি ফিচার প্রাথমিক পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে। তবে এসব ফিচার শুধু প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ।

অন্য প্ল্যাটফর্মগুলোর মতো পরীক্ষামূলক ফিচারগুলো বেটা ভার্সনে উন্মুক্ত করার পরিবর্তে শুরুতে প্রিমিয়াম ব্যবহারকারীদের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছে ইউটিউব। পাঁচটির মধ্যে দুটি স্ট্যাবল রিলিজ অর্থাত্ ব্যবহারকারীরা এরইমধ্যে সেগুলো ব্যবহার করছেন।

অন্যদিকে এর আগে ইউটিউবে কোনো ভিডিওর ডানে বা বামে ডাবল ক্লিক করলে ১০ সেকেন্ড স্কিপ করা যেত। এখন ডাবল ক্লিক করলে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে। এছাড়া ব্যবহারকারীরা এখন থেকে ইউটিউব শর্টস ভিডিও পিকচার ইন পিকচার (পিআইপি) মোডে দেখতে পারবেন।

অন্যদিকে পরীক্ষামূলক ফিচারগুলো ইউটিউব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে।

সূত্র: ইত্তেফাক