মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, জেলার উন্নয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করবো।
শুক্রবার রাতে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার সময় এসব কথা বলেন তিনি।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, কাথুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী উপজেলা মহিলা ভাইন চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ও মেম্বরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম আরো বলেন, আপনারা আমাকে এই সম্মানিত পদে বসিয়েছেন। আমি জনগনের সেবা করতে চাই। জেলার সকল ধরনের উন্নয়নে আপনারা আমার শরীক হিসেবেই থাকবেন।