গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের ১০ হাতবোমা ও গাঁজা উদ্ধারে পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামী জাব্বারুল ইসলামকে ২ দিনের রিমান্ডে নিয়েছে গাংনী থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিক জানান, হাতবোমা, গানপাউডার ও গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জাব্বারুল ইসলাম ও তার ছেলে সোহেল রানাকে ৬ ফেব্রুয়ারী গ্রেফতার করা হয়। পরে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ (খ)/৫/৬ ধারায় তাকে ৭ ফেব্রুয়ারী সোপর্দ করা হয়। ৫ দিনের রিমান্ড চেয়ে আমলী আদালতে পাঠালে গত ১০ ফেব্রুয়ারী শুনানী শেষে আমলী আদালতের বিজ্ঞ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাকে ১১ ও ১২ ফেব্রুয়ারী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে এনে তাকে জিজ্ঞসাবাদ করা হলে এলাকায় ইটভাটায় চাঁদাবজী, বোমা সরবরাহ ও নাশকতাসহ এলাকায় সন্ত্রাসীমুলক কর্মকান্ডের বিভিন্ন তথ্য দিয়েছেন। তবে গোপনীয়তা রক্ষার জন্যই সেসব তথ্য প্রকাশ করা যাবেনা বলেও জানান উপপরির্দশক (এসআই) আতিক।
আজ রোববার সকালের দিকে জাব্বারুল ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সাহারবাটি ইউনিয়নের জাব্বারুলের বাড়িতে অভিযান চালিয়ে তার শোয়ার ঘরের মাটির হাড়ি থেকে ৫ টি, পলিথিনে মোড়ানো ২ টি ও বাজার করা ব্যাগের মধ্যে ৩ টিসহ মোট ১০ টি হাতবোমা, ৫০০ গ্রাম গান পউডার, লোহার পেরেক ও গাঁজা উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
এঘটনায় অভিযান চালিয়ে পরদিন ৬ ফেব্রুয়ারী জাব্বারুল ইসলাম ও তার ছেলে সোহেল রানাকে গ্রেফতার করেন।