মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামে অবৈধ ব্যারেল চিমনির ইটভাটায় শিশূ শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। স্বল্প খরচের সুযোগ নিয়ে এসকল ভাটা মালিকারা কোমলমতি শিশুদের দিয়ে ঝুকিপূর্ণ এসব কাজ করিয়ে নিচ্ছেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টেংরামারি গ্রামের রবিউল ইসলামের ব্যালের চিমনির ইটভাটায় তিন স্কুল ছাত্রকে দিয়ে ইট সাজানোর কাজ করানো হচ্ছে। এদের মধ্যে আরিফ , সজিব ও সাফিন নামের তিন প্রাইমারী স্কুল ছাত্র এ কাজ করছে। এদের মধ্যে আরিফ প্রথম শ্রেণীতে এবং সজিব ও সাফিন পঞ্চম শ্রেণীর ছাত্র।
তারা জানায়, স্কুলে যাওয়ার আগে ভোর বেলা থেকে তারা ভাটায় ইট সাজানোর কাজ করে। তিন চার ঘন্টা কাজ করে । তারা পারিশ্রামিক হিসেবে পায় ১০ থেকে ১৫ টাকা প্রতি জন।
ভাটা মালিক রবিউল ইসলাম বলেন, ওরা মিষ্টি খাওয়ার জন্য নিজের ইচ্ছায় এই কাজ করে।
-নিজস্ব প্রতিবেদক