বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে ইতিহাসে দ্বিতীয়বারের মত ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর লড়াইয়ে ইতালিকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সুইসরা।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এদিন সুইজারল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ইতালি। একের পর এক আক্রমণে ইতালির ডিফেন্সকে ব্যস্ত রাখে সুইজারল্যান্ড। ম্যাচের ২৪ মিনিটে ইতালিকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা।
তবে ম্যাচের ৩৭ মিনিটে রুবেন ভারগাসের অ্যাসিস্টে রেমো ফ্রুলার গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইসরা
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ফের গোলের দেখা পায় সুইজারল্যান্ড। এক মিনিট না গড়াতেই ভারগাস ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আটে উঠল সুইজারল্যান্ড।
সূত্র: ইত্তেফাক