পবিত্র মাহে রমজান উপলক্ষে ইবিয়ান মেহেরপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে মেহেরপুরের শর্মা ফুড প্লাজায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইবিয়ান মেহেরপুরের সভাপতি ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শাহিউদ্দিন মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ মনজুরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এছাড়াও এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আনাম স্বপনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেহেরপুরে অবস্থানরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইবিয়ান মেহেরপুরের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
উপস্থিত সবাই দেশের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।