দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে তারা। বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে দলটি।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় রাজশাহী।
মোহাম্মদ হারিস ১২ বলে ১৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জিশান আলম। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি মিলে বরিশালের বোলারদের ওপর চড়াও হন।
আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। এরপর ৩৫ বলে ফিফটির দেখা পান ইয়াসির রাব্বি। ফিফটির পর আরও মারমুখী ব্যাটিং করতে থাকেন ইয়াসির।
বিজয় ৫১ বলে ৬৫ রান করে আউট হলেও ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী।
সূত্র: ইত্তেফাক