চুয়াডাঙ্গায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে এবং সমর্থনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।
সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু হয়। মিছিলটি বড় বাজার থেকে পৌরসভা মোড় ঘুরে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের ধ্বংস কামনা করে ও নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলি সব পণ্য বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি এস এম ফাহিম, ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাফায়েত আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ, মুখপাত্র আনজুম হাবিবা,এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।