ইসলাম হলো বট বৃক্ষ
ইসলাম মানে শান্তি,
তার ছায়াতে দূর হয়ে যায়
সবার কষ্ট, ক্লান্তি ৷
দ্বীন ইসলামের ছায়াতলে
পায়নি কেহ কষ্ট,
তার বিধানে হয় নি কারো
নিরাপত্তা নষ্ট ৷
দ্বীন ইসলামের আপন গতি
কেহ করলে রোধ,
ইসলাম তখন বসে রয় না
গড়ে প্রতিরোধ ৷
ধর্ম বর্ণ যার যা ই হোক
সবাই আল্লার সৃষ্টি,
ইসলাম ধর্ম সবার সেবায়
রাখে সমান দৃষ্টি ৷