ঘরে ঘরে ঈদের আমেজ
নাইরে চোখে নিদ,
স্বজনেরা আসবে কাছে
করব খুশির ঈদ।
ভোর হলেই বিছান ছেড়ে
গোসল করব সবে,
নতুন কাপড় পরে মনটা
খুশি খুশি হবে।
যাকাত, ফেতরা নিয়ম মত
দেবো হিসাব করে,
ঈদের খুশি পৌঁছে যাতে
সবার ঘরে ঘরে।
ঈদের মাঠে নামাজ পড়ে
তুলব দুটি হাত,
প্রভু মোদের, ক্ষমা করো
দাও সেরা জান্নাত।
ঈদমুবারক ঈদ মুবারক
বলব মনের সুখে,
ধনী-গরিব সবার সাথে
মিলব বুকে বুকে।