ঈদ মানেতো খুশির জোয়ার সুখের বারতা,
দুঃখ যত এক নিমিষে দূর হবে সব শঠতা।
শান্তির পায়রা উড়বে আকাশের এধারওধার,
নাই কোন সীমা আজি আনন্দ ঈদ হবে সবার।
দুঃখের ঘরে ফুটবে যে ফুল সুগন্ধে মাতোয়ারা,
গরীবধনী ভেদহীন খোদার আশিক আওয়ারা।
ক্ষণস্থায়ী জীবনে আসে মহান স্রষ্টার খুশি দান,
নতুন বসন বসন্ত আনে মনে খোকাখুকির প্রাণ।
ইসলামের রীতিনীতি সবই উপকারী উপভোগ্য,
গভীর জ্ঞান ধ্যানে মধুর নির্যাসে হতে হবে যোগ্য।
মায়া মমতায় কোলাকুলিতে ঈদের রিসালাত,
মনের হিংসা উবে গড়ে ভালোবাসার সওগাত।