উত্তর নারায়ণ পুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উত্তর নারায়ণ পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আবু দাউদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উত্তর নারায়ণ পুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর নারায়ণ পুর মডেল দাখিল মাদ্রাসার সভাপতি মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর নারায়ণ পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ ও প্রাধান শিক্ষক মোঃ আবু দাউদ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।