অহেতুক বেশি ভালোবাসা ভালো নয়,
প্রতিটি পদে পদে অপমান আর পরাজয়।
গ্লানিবোধ বেড়েই চলে;কী সেই অপরাধ?
সব করেও দোষী হই;পাই শত অপবাদ।
ক্লান্ত হিয়া বাঁশরী গীতে ফেলে নয়ন জল,
একটুখানি সুখের পরশ পাবো কোথা বল।
যেদিক পানে চাই;দেখি শুধুই ধূসর মরুভূমি,
জমে যায় ধুলো বালি;জলে সংকট উত্তপ্ত ভূমি।
আপসোস হাহাকারে বিভীষিকাময় জীবন,
দরদী নেই পাশে কেউ;বিলাপে বৃহৎ ভূবন।
আসবে কবে সুদিন আবার শৈশবের মতো?
হেসে খেলে কাটবে বেলা শান্তিতে অবিরত।
পিদিমের ঘরে জোনাক জ্বলে পূর্ণিমা চাঁদ,
দায় বিবাগী নিষ্ঠুর শাবক উঠে চড়ে কাঁধ।
তবুও অসাড়তায় ফিরে না সুখ পাখি ঘরে,
উচ্ছলে বিকিরণ চাপে উদ্বাস্তু ক্ষয়ে ক্ষয়ে মরে।