জবা ফুল তুমি রোজ লাল হয়ে ফোটো
কুমড়োলতা তুমি কারে বেয়ে উঁচু ওঠো?
শিমুলের কী সুবাস অথচ বিনয়ে ঝুঁকে
শাপলা পদ্মের বোন বলে গরিমা বুকে।
শালিকপাখি গোনা জানে গণকেরা যথা?
চড়ুইয়ের উড়ুউড়ু বুকে নিরব কত কথা
বাবুইয়ের ঠোঁটে ঠোঁটে সবুজ বসতি গাঁথা
কোয়েলের মনে আহা কে দিলো ব্যথা?
এই যে এঁকেছি চোখে পরিপাটি এক ছবি
ফুল, পাখি,নদী,শিশুখেলা সবার দাবি
আরও রাখা যেত জানি চাঁদ,তারা, রবি
তবু তোমরা দেখবে না জানে সবই কবি।
প্রকৃতির রূপ-রস যত সুন্দর মনের মতো
কে তারে চেয়ে দেখে ভরিতে উদর যতো,
জীবন সার্কাসের মঞ্চে নাচায় বাঁদর কতো
প্রকৃতি তো দূর,ভুলি নিজেকেই অবিরত।