যারা ব্যবসায়ের জন্য সাধ্যের মধ্যে একটি ভালোমানের ডেস্কটপ খুঁজছেন, তাদের জন্য স্মার্ট টেকনোলজিস নিয়ে এসেছে এইচপি ব্যান্ডের ২৮৫ জি৩ মডেলের মাইক্রো-টাওয়ার বিজনেস পিসি। এটি কমপ্যাক্ট ডিজাইন ও আঁকারে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য। ব্যবহারের সুবিধার্থে পিসিটিতে থাকছে ৯পিন সিরিয়াল পোর্ট, অর্থাৎ যেকোনো স্ক্যানার ডিভাইস সংযোগ দেওয়া যাবে কোন প্রকারের কনভার্টার ছাড়াই।
পিসিটিতে বর্তমান সময়ের অধিকতর প্রযুক্তি সহায়ক এএমডি রাইজেন৫ প্রো ২৪০০জি প্রসেসর ব্যবহৃত হয়েছে, যা ৩.৬ গিগাহার্জ ব্যাস ফ্রিকোয়েন্সি ও এএমডি বি৩৫০ মডেলের চিপসেট। আরও থাকছে রেডিয়ন আরএক্স ভেগা১১ গ্রাফিক্স কার্ড, ৮জিবি ২৬৬৬ মেগাহার্জের ডিডিআর-৪ র্যাম। এছাড়াও অতিরিক্ত এম.টু স্লট সহ স্টোরেজে থাকছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক।
ডেস্কটপটির সাথে ১৮.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে সহ আনুষঙ্গিক হিসেবে থাকছে ডিভিডি রাইটার, এইচপি অপটিক্যাল মাউস ও কিবোর্ড এবং কম্বো জ্যাক, হেড-ফোন, মাইক্রোফোন, ইন্টারনাল স্পিকার, ইউএসবি ৩.১ পোর্ট ও এসডি কার্ড রিডার। ডেস্কটপটিতে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্যঃ ৪৬ হাজার টাকা।