এই শরতের মন ভালো নেই
মনটা বিষাদ মাখা
এক সাগরের জল যেন তার
চোখের কোণায় রাখা।
ঝরছে সে জল এখন তখন
ভিজছে গাছের পাতা
বন বনানীর সবাই যে তাই
মেলছে সবুজ ছাতা।
নদীর তীরের কাশবনে আজ
নেই যে সুখের মেলা
আকাশ পারেও ভাসছে না ওই
সফেদ মেঘের ভেলা।
ঝুর ঝুরাঝুর ঝরছে অঝোর
কাজল আঁখির ব্যথা
সেই ব্যথা তার যায় বলে যায়
হৃদয় দহন কথা।
শরৎ রানীর সুখের সে দিন
কোথায় হারায় ওরে
খুঁজতে সে সুখ যাবোই যে আজ
মেঘের ভেলায় চড়ে।