প্রিয়তম,
তুমি রাখনি আমার একটি কথার দাম।
পারবে কি দিতে?
ওই এক ফোটা,
চোখের জলের দাম!
দিগন্তের মাঝে দাঁড়িয়ে থাকা সেই একটি মেয়ে আমি।
কিভাবে পারবে ভুলে থাকতে,
দিতে ভিন্ন দিকে পাড়ি।
রোদ্দুরে যেমন মাটি ভেঙে যায়।
ভেঙেছো আমার মন।
র্দূভাগ্যতো আমার ছিল
বুঝছি এখন।
ফোটাই ফোটাই দিন রজনী,
কাটছে আমার জানি।
পারবে কি ঝরাতে ওই এক ফোটা জল?
আমাকে বুকে টানি।
করলে কেন এমন তুমি?
পারলে ভুলে যেতে!
তোমার দেওয়া কাঠমল্লিকা
আজও তো রয়েছে জেগে।
দিবানিশি দেখি যখন,
নয়ন ভাসে জলে।
বসন্তের সেই দক্ষিণ হাওয়ায়,
কাঠমল্লিকা দোলে।
নেমেছিলে জানি আমার আকাশে,
ঢেলে গেছো কালো মেঘ।
রং তুলি দিয়ে একে রেখেছি,
কালো মেঘের সেই বেগ।
পরিশেষে শুধু একটি কথা
বলবো তোমায় ডাকি।
সাক্ষী আছে ওই এক ফোটা জল,
তোমায় কতোটা ভালোবাসি।