চুয়াডাঙ্গা ২ আসেনর স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে পল্লী পশু চিকিৎসক ও বীমা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণসংযোগ ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন।
কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো কিন্তু জাহাঙ্গীর আলম এর ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা, দীর্ঘ ১১ বছর ধরে হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ থাকায় তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভোট করার স্বপ্ন পূরণ হয়নি। তাই এবার তিনি ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র এমপির প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ যেন ঘোলের স্বাদ দুধে মেটানো।
বিগত দুই বছর তিনি নিজ উদ্যোগে পশু চিকিৎসার পাশাপাশি সমাজের তৃণমূল ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। তাই এবার আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন।
জানাগেছে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের মৃত মাও: জালাল উদ্দীন ছেলে পশূ চিকিৎসক জাহাঙ্গীর আলম। তিনি ব্রাকের (কৃত্রিম প্রজনন) কর্মী ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কো: লি: এর জেলা জোনাল ম্যানেজার পদে নিযুক্ত আছেন।
গত দুই বছর ধরে দামুড়হুদা, হাউলী, দর্শনা, কুড়ালগাছি, জুড়ানপুর, নতিপোতা, নাটুদাহ, উথলী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন, সেইসাথে অসংখ্য মানুষের মধ্যে তিনি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ, সেলাই মেশিন, গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ, ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করে গ্রামের বঞ্চিত ও অবহেলিত মানুষের প্রিয় পাত্র হয়ে উঠেছেন।