বর্তমানে এপিক গেমস অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। এগুলোর অধিকাংশই পিসি গেমস কেনা ও খেলা এবং কনসোল ও মোবাইল ডিভাইসে ফোর্টনাইট ও রকেট লিগের মতো গেম খেলে থাকেন।
যারা কনসোলে ফোর্টনাইট গেম খেলে থাকেন তাদের প্রাথমিকভাবে পরিপূর্ণভাবে এপিক অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয় না। এর পরিবর্তে তাদের নামবিহীন এপিক গেমস অ্যাকাউন্ট থাকে। সেখানে নিজস্ব নাম কিংবা ইমেইল ঠিকানা থাকে না।
থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’!থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’!
২০২০ সালে মে মাসে ফোর্টনাইটের নিবন্ধিত গেমার ছিল। এসব খেলোয়াড়রা এপিক গেমসের ৫০ কোটির মাইলফলক পেরোতে অগ্রণী ভূমিকা রেখেছে।
২০২১ সালে এপিক হেমস স্টোরে গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৪০ লাখ ছিল, যা আগের বছরের তুলনায় ৩ কোটি ৪০ লাখ বেড়েছিল।