সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত বট আনার পরিকল্পনা করছে মেটা, যা সাধারণ ব্যবহারকারীদের মতো আচরণ করবে। এ বটগুলো পোস্ট, শেয়ার, লাইকসহ বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। মেটার এ উদ্যোগের মাধ্যমে প্লাটফর্মগুলো আরও মজাদার ও আকর্ষণীয় হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস জানান, ‘এআই অ্যাকাউন্টগুলো সাধারণ প্রোফাইলের মতো বায়ো ও প্রোফাইল ছবি থাকবে এবং তা এআই কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পারবে। আমরা আশা করছি, সময়ের সঙ্গে এআই বটগুলো সাধারণ অ্যাকাউন্টের মতোই কার্যকর হবে।’
এর আগে গত বছরের জুলাইয়ে মেটা ব্যবহারকারীদের এআই ক্যারেক্টার তৈরির সুযোগ দেয়। তবে সেটি আপাতত যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ এবং পাবলিক পোস্টে শেয়ারের সুযোগ নেই।
প্রতিবেদন অনুসারে, মেটা ইতোমধ্যেই এআই চ্যাটবট, ইনস্টাগ্রাম ডিএমে এআই রাইটিং টুল এবং ইনফ্লুয়েন্সারদের জন্য এআই অ্যাভাটার চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এআই অ্যাকাউন্ট প্লাটফর্মে মিথস্ক্রিয়া বাড়াবে। তবে এর সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। তাদের মতে, এআই পরিচালিত অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি রয়েছে, যা প্লাটফর্মে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাছাড়া, বর্তমান এআই মডেলের সীমাবদ্ধতার কারণে নিুমানের কনটেন্ট ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এতে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।
মেটার ভাষ্যমতে, এআই বটের ব্যবহার প্লাটফর্মের গ্রহণযোগ্যতা ও আকর্ষণীয়তা বাড়াবে। পাশাপাশি, সামাজিক অ্যাপগুলোতে মানুষের মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনদিন বাড়ছে। তবে এর নিরাপত্তা ও নৈতিক দিক বিবেচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করা মেটার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
সূত্র: যুগান্তর