মেহেরপুরের পর এবার গাংনীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে আশংকাজনকহারে। এ উপজেলায় গত ২৪ ঘন্টায় প্রায় ২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৯০ জন। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূএ থেকে জানা গেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় ভর্তি হচ্ছেন রোগী। হাসপাতালের ডায়রিয়া আক্রান্তদের জন্য আলাদা কোনো বেড না থাকায় সাধারণ রোগীদের সাথেই গাঁদা গাদি ঠাঁসাঠাসি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের মেঝেতে বারান্দায় রাখতে হচ্ছে তাদের।
জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) শরীফুল ইসলাম জানান, গত এপ্রিল মাসে ডায়রিয়ার প্রাদূর্ভাব বেশী হয়েছিল। কিছু যেতে না যেতেই আবারও শুরু হয়েছে ডায়রিয়া। এটা অস্বাভাবিক বলে জানালেন তিনি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম লিটন বলেছেন, ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসার কোনো সংকট নেই। তাবে, রোগীরা আসছেন তাদের শেষ সময়ে। যখন শরীরের অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়ছেন তখন তারা চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালে চিকিৎসা এবং ওষধপত্রের সংকট নেই বলেও জানান তিনি। এসময় বাসি, পচা খাবার না খাওয়া, ফলফলাদি খাওয়ার সময় ভাল করে ধুয়ে পরিস্কার করে খাওয়া এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, ২৫০ সয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহে পাঁচ শতাধিক ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।