মেহেরপুরের গাংনীতে আসন্ন এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরার ব্যবহার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকাল ৩ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহ-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাছুম, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশকে গড়ে তুলি” সভায় এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরায় আনাসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ ও অপরাধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসান আল নুরানী, হাড়াভাঙ্গা ডিএইচ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর করিম, বাওট আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সংগ্রাম, গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।
-নিজস্ব প্রতিনিধি