চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের হয়নি। যে কারণে বোদ্ধাদের মতে ৪র্থ দিনে দুদলই সমানে-সমান।
গতকাল পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৪ রানের লিড নেওয়ার স্বস্তি ভেস্তে গেছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। বাংলাদেশ চার উইকেটে ৩৯ রানে দিন শেষ করে।,
আর ৪র্থ দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দিলেন হাসান আলি।
প্রথম বলে চার মেরে দারুণ শুরু করেছিলেন মুশফিকুর রহিম। তবে তিনি ফিরে গেলেন এক বল পরেই।
হাসান আলির বল ছিল অফ স্টাম্পের বাইরে। বলে চোখ রেখে শট না খেলে ছেড়ে দেন মুশফিকর। তার প্রত্যাশার চেয়ে বেশি সুইং করে ভেঙে দেয় অফ স্টাম্প।
অতো কাছের বল কেন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক! সে প্রশ্ন রয়েই গেল। মুশফিকের সিদ্ধান্তটা যে আদৌ ভালো কিছু ছিল না, তা দেখা গেছে পরে রিপ্লেতেই। এ কেমন বোকামো মুশফিকের!
৩৩ বলে দুই চারে ১৬ রান করেন মুশফিক। ৪৩ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ।
ক্রিজে ইয়াসির আলি চৌধুরির সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।