খাঁচার বন্দি পাখিরাই শুধু জানে
রুদ্ধ ডানার কাছে আকাশের মূল্য কত!
ক্ষুধার চেয়ে বন্দিত্বের যন্ত্রণা যখন
প্রকট হয়ে ওঠে পাখির বেদনার্ত চোখে,
ঠিক তখনই খাঁচার খাবার ফেলে
পাখি উড়তে চায় মুক্ত আকাশের ঠিকানায়।
কোটি কোটি মানুষের মুক্তির ইচ্ছা যখন
প্লাবিত হয় ৭’ই মার্চের উত্তাল জনসমুদ্রে;
বাঁধভাঙা উচ্ছ্বাসে তখনই ভেঙে যায়
দ্রোহের পদাবলিতে অন্যায়ের সীমান্তরেখা।
তাই তো ধর্ম ও শ্রেনীর বিভেদ ভুলে
দেশপ্রেমে জেগেছিল মুক্তিকামী বাঙালি।
ভুলে গিয়েছিল জীবন ও মৃত্যুর পার্থক্যটুকু
এঁকেছিল বিজয়কেতন বুকের তাজারক্তে।
এ বিজয় দাসত্বের শিকল ভাঙার গান
এ বিজয় মাতৃভূমির প্রেমে এক সাগর রক্ত।